বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করবেন ‘গ্র্যাজুয়েট’ নীতা আম্বানী !
কলকাতা টাইমসঃ
বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করবেন ‘গ্র্যাজুয়েট’ নীতা আম্বানী! ভারতীয় বিজনেস টাইফুন মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানীকে এমনই বিরল এক সন্মান দিলো ভারতীয় এক বিশ্ববিদ্যালয়। জানা যাচ্ছে, সম্প্রতি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় নিতাকে শিক্ষকতা করার জন্য আমন্ত্রণ জানিয়েছে। সেই আমন্ত্রণে ইতিবাচক সাড়াও দিয়েছেন মুকেশ পত্নী। মূলত উইমেন স্টাডিজের পাঠ দেবেন তিনি। বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ নীতাকে অতিথি শিক্ষিকা হিসেবে আমন্ত্রণ জানিয়েছে।
নীতা মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক। ২০১৪ সালে তিনি রিলায়েন্স-এর ডিরেক্টর হিসেবে নির্বাচিত হন। রিলায়েন্স ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতার পাশাপাশি তিনি ধীরুভাই আম্বানী ইন্টারন্যাশনাল স্কুলেরও চেয়ারপার্সন হিসেবে অধিষ্ঠিত। একইসঙ্গে মুম্বাই ইন্ডিয়ানস-এর মালিক। ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (এফএসডিএল)-এর চেয়ারপার্সন। এফএসডিএল এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম ভারতীয় মহিলা সদস্য তিনি।