ক্রিকেট মাঠ কাঁপিয়েও মাঝখানেই ছেড়েই কেউ ক্যাবচালক কেউ চার্চের বিশপ
কলকাতা টাইমস :
কোন ক্রিকেটাররা ক্রিকেট ছেড়ে এমন সব পেশা বেছে নিয়েছেন । নিচের এই জনপ্রিয় ক্রিকেটাররা ক্রিকেট ছেড়ে ‘অদ্ভুত’ পেশা বেছে নিয়েছেন। এবার এক পলকে দেখে নিন, সেই ক্রিকেটারদের তথ্য : –
► যোগিন্দর শর্মা— ভারতীয় ক্রিকেটার যোগিন্দর শর্মাকে নিশ্চয়ই ভোলেননি। ২০০৭ টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে তাঁর শেষ বলেই আউট হন পাকিস্তানের মিসবা উল হক। তার পরে আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি তাঁকে। বর্তমানে তিনি হরিয়ানা পুলিশের উচ্চপদস্থ কর্তা।
► সলিল আঙ্কোলা— ১৯৮৯ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন এই ভারতীয় ক্রিকেটার। তার পরেই ক্রিকেট থেকে বিদায় নেন। অভিনয় জগতে নেমে পড়েন সলিল আঙ্কোলা।
► শ্রীসন্থ — শান্তাকুমারন শ্রীসন্থের পরিচয় নতুন করে দেওয়ার প্রয়োজন নেই। আন্তর্জাতিক ক্রিকেট থেকে শুরু করে আইপিএল, একটা সময় পর্যন্ত সব ফরম্যাটেই খেলেছেন। পরে স্পট ফিক্সিং বিতর্কে জড়িয়ে ক্রিকেটজীবনের ইতি। ইদানীং সিনেমার পর্দায় বেশি দেখা যায় তাঁকে।
► আরশাদ খান— এই পাক ক্রিকেটার ক্রিকেট ছাড়ার পরে অস্ট্রেলিয়ায় ক্যাবচালকের পেশা বেছে নেন।
► ডেভিড শেপার্ড— আম্পায়ার হিসেবে তিনি জনপ্রিয়। একসময়ে ক্রিকেটও খেলেছেন। শেপার্ড মারা যান ২০০৫ সালে। ২২ টি টেস্ট খেলেছেন ইংল্যান্ডের হয়ে। ক্রিকেট পরবর্তী জীবনে চার্চের বিশপ হয়েই কাটিয়েছিলেন তিনি।
► ক্রিস ওল্ড— ইংল্যান্ডের প্রাক্তন এই ক্রিকেটার ক্রিকেট পরবর্তী জীবনে চিপস এবং মাছের দোকান দিয়েছিলেন।
► কার্টলি অ্যামব্রোজ— ওয়েস্ট ইন্ডিয়ান এই ক্রিকেটার বরাবরই গিটার বাজাতে ভালবাসতেন। ক্রিকেট পরবর্তী জীবনে সেটাকেই পেশা হিসেবে বেছে নেন।
► অ্যান্ড্রু ফ্লিনটফ— ইংল্যান্ডের প্রাক্তন এই ক্রিকেটার ক্রিকেট ছাড়ার পরে প্রফেশনাল বক্সার হিসেবে কেরিয়ার শুরু করেন।