মাসে ৫০ হাজার মৃত্যু: এখনো উদাসীন ব্রাজিল প্রেসিডেন্ট !
কলকাতা টাইমসঃ
গত মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসে প্রায় ৫০ হাজারের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে করোনার কারণে। ঠিক এক বছরের ব্যবধানে অতিমারীর দ্বিতীয় ওয়েভে ভয়াবহ পরিস্থিতি তৈরী হয়েছে ব্রাজিলে। এর পিছনে সেদেশের প্রেসিডেন্টকে উদাসীনতার কাঠগড়ায় দাঁড় করিয়ে বিক্ষোভে রাস্তায় নেমেছে ব্রাজিলের জনগণ। সেদেশের হাসপাতালগুলোতে আপাতত তিল ধরণের জায়গা নেই।
ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারোকে অতিমারীর প্রথম থেকেই দেখা গেছে করোনা নিয়ে যাবতীয় সুরক্ষা বিধি এড়িয়ে চলতে। শুধু তাই নয়, বিষয়টিকে গুরুত্বই দিতে চান নি তিনি। বিশ্বজুড়ে এর ফলে প্রবল সমালোচিতও হতে হয় তাকে। আজও একই রকম অনড় অবস্থানেই রয়েছেন বালসেনারো। তার দাবি, ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে একটা যুদ্ধ চলছে। দেশের মানুষ কেবল কোভিড-১৯ রোগেই মারা যাচ্ছেন এমনটা নয়। তার বক্তব্য, আমাদের খুঁজে বের করতে হবে, যারা মারা যাচ্ছেন তাদের মধ্যে কত শতাংশ করোনা রোগী আর কত অন্য রোগে আক্রান্ত।