করোনার নব্য ভয়াবহতার বিরুদ্ধে কড়া অবস্থানের পথে জার্মানি
কলকাতা টাইমসঃ
রূপ বদলে দেশে দেশে ভয়াবহ আকার নিচ্ছে কভিড-১৯। বিভিন্ন দেশের একাংশে ইতিমধ্যেই বিক্ষিপ্ত ভাবে শুরু হয়েছে নতুন করে লকডাউন। সেই আবহে এবার করা অবস্থানের পথে হাঁটলো জার্মানি। আগামী ৪ এপ্রিল থেকে প্রাথমিক ভাবে ৫ দিনের জন্য দেশজুড়ে কঠোর লকডাউন জারি করলো জার্মান প্রশাসন। চ্যান্সেলর অ্যাঙ্গেলা মরকেল আজ এই ঘোষণা করেন।
এমনকি আগামী ১৮ এপ্রিল পর্যন্ত জার্মানিতে সব ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলও নিষিদ্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে বলে জানা যাচ্ছে। এবছরের ইস্টার সানডের মতন ধর্মীয় অনুষ্ঠান অনলাইনের মাধ্যমে করার কথা বলা হয়েছে। মরকেল বলেন, আমরা একটি নতুন মহামারিতে প্রবেশ করেছি। বিভিন্ন দেশে করোনার নতুন ধরণ ছড়িয়ে পড়েছে। এটি আগের ভাইরাসের চেয়ে অনেক বেশি সংক্রামক। যে কারণে বর্তমান পরিস্থিতি বেশ ভয়াবহ।