শার্দুল এবং ভুবনেশ্বেরই ইংল্যান্ড সিরিজের সেরা ক্রিকেটার -কোহলি
কলকাতা টাইমসঃ
ভারতীয় ক্রিকেট এবং এবং ক্রিকেটারদের অবিশাস্য দাপটে ইংল্যান্ডের বিরুদ্ধে আস্ত সিরিজটাই পকেটে পুড়ে নেন বিরাট কোহলি। কিন্তু হেরে গিয়েও ম্যাচ এবং সিরিজ সেরার তকমা তুলে দেওয়া হয় ইংল্যান্ড ক্রিকেটারদের হাতে। এই ঘটনার পরই বিস্ফোরিত ভারতীয় অধিনায়ক। কার্যত বঞ্চনার শিকার হওয়ার বিরুদ্ধে মুখ খুলে প্রবল প্রতিবাদ জানালেন তিনি।
প্রসঙ্গত, ভারতের কাছে নাস্তানাবুদ হওয়ার পরও ম্যাচ এবং সিরিজ সেরা হিসেবে বেছে নেওয়া হয় স্যাম কুরান এবং জনি বেয়ারস্টোকে। এরপরই এই সিদ্ধান্তের বিরোধিতায় ফেটে পড়েন কোহলি। তাঁর মতে, ম্যাচের সেরা অনায়াসে শার্দুল ঠাকুর এবং সিরিজ সেরা হিসেবে ভুবনেশ্বর কুমারকে ভাবা যেত। আমি সত্যি অবাক।’
একই সঙ্গে প্রসিদ্ধ কৃষ্ণ আর ক্রুণাল পান্ডিয়ার বোলিং নিয়েও প্রশংসা করেন তিনি। ইংল্যান্ডের হয়ে কুরান এদিন একাই ৮৩ বলে অপরাজিত ৯৫ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে প্রায় জিতিয়ে দিচ্ছিলেন ইংল্যান্ডকে। বেয়ারস্টো তৃতীয় ওয়ানডেতে ব্যর্থ হলেও প্রথম দুটো ওয়ানডেতে বড় রান করেছিলেন।