লকডাউন ভেঙে ৩০০ বার স্কোয়াট, পরদিনই মৃত্যু
করোনা সংক্রমণ রোধে ফিলিপাইনের ক্যাভিটে প্রদেশে কঠোর লকডাউন চলছে। এর মধ্যে ২৮ বছর বয়সী এক ব্যক্তি লকডাউনের কোয়ারেন্টাইন শর্ত ভেঙে বাইরে বের হন। তিনি স্থানীয় এক দোকান থেকে জল কিনছিলেন। এই অপরাধে পুলিশ তাকে দৈহিক শাস্তি দেয়। শাস্তি হিসেবে তাকে ৩০০ বার স্কোয়াটের মতো শরীর চর্চা করতে বাধ্য করে পুলিশ। আর এই শাস্তির কারণেই পরদিন ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে গত বৃহস্পতিবার ট্রিয়াস শহরে কারফিউর আইন ভঙ্গকারী কাউকে কোনো শারীরিক শাস্তি দেওয়া হয় না। পুলিশ কর্মকর্তারা দোষীদের মৌখিকভাবে শুধু সতর্ক করে দেন।
স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, কাউকে শারীরিক শাস্তি দেওয়া হয়েছে- এমন অভিযোগ কোনো কর্মকর্তার বিরুদ্ধে পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।