আঁচড়ে-কামড়ে হোয়াইট হাউজ ছাড়তে হচ্ছে বাইডেনের প্রিয় সারমেয়কে
কলকাতা টাইমসঃ
হোয়াইট হাউসে ওবামার সঙ্গী ছিলো ২টি কুকুর। জর্জ বুশের ছিলো ৩টি। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও রয়েছে দু’টি সারমেয়। সুতরাং পোষ্যকে সঙ্গী করে হোয়াইট হাউজে আগমন আমেরিকার প্রেসিডেন্সিয়াল জীবনের প্রাচীন রীতি। কিন্তু এবার একের পর এক কর্মীদের আঁচড়ে কামড়ে হোয়াইট হাউজ ছাড়তে হচ্ছে ‘মেজর’ নামে বাইডেনের এক প্রিয় সারমেয়কে। ইতিমধ্যেই দু’জনকে কামড়ে দিয়েছে ‘মেজর’। যে কারণে স্বভাব বদলের জন্য তাকে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী কয়েক সপ্তাহজুড়ে চলবে তার প্রশিক্ষণ।
আসলে হোয়াইট হাউসের নতুন পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে অসুবিধা হচ্ছে মেজরের। বাইডেনের আরো একটি জার্মান শেফার্ড কুকুর আছে, তার নাম চ্যাম্প। ১২ বছর বয়সী চ্যাম্প অবশ্য হোয়াইট হাউসের পরিবেশের সঙ্গে দিব্যি মানিয়ে নিয়েছে। প্রসঙ্গত, গত মাসে প্রাতভ্রমণের সময় একজনকে আঁচড়ে-কামড়ে দিয়েছিল এই পোষ্য। তার আগে সিক্রেট সার্ভিসের একজন এজেন্টকেও সে কামড়ে দেয়।