এবারও বাতিলের পথে ‘টোকিও অলিম্পিক’ !
কলকাতা
টাইমসঃ আর মাত্র মাস তিনেক বাকি টোকিও অলিম্পিকের। গতবছর করোনার কারণে বাতিল বাতিল করে দেওয়া হয় বিশ্বের সর্ববৃহৎ এই ক্রীড়ার আসর। ঠিক হয় এই বছর অনুষ্ঠিত হবে অলিমিক। সেই অনুযায়ী করোনা আবহেও বিশ্বকে তাক লাগাতে চূড়ান্ত প্রস্তুতি শুরু করে জাপান। সেই প্রস্তুতি প্রায় সারা। এরই মধ্যে কড়া নাড়ছে অশনি সংকেত। এবছরও বাতিল করে দেওয়ার উপক্রম হয়েছে টোকিও অলিম্পিক।
জাপানের শাসকদল লিবারাল ডেমোক্র্যাটিক পার্টি এক সাংবাদিক সম্মেলনে পরিষ্কার জানিয়ে দেয়, ‘অলিম্পিক বাতিল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে সফল অলিম্পিক আয়োজন করা জাপানের দায়িত্ব।।’ প্রসঙ্গত জাপানে চলতে থাকা করোনার চতুর্থ ঢেউ ক্রমেই ভয়ংকর হয়ে উঠছে। এছাড়া বিশ্বজুড়ে দ্বিতীয় বছর আরও ভয়াবহ আকার নিতে চলেছে করোনা।