অক্সিজেনেই হাসপাতলে প্রাণ গেলো ২২ করোনা রোগীর
[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
ভারতের মহারাষ্ট্রের নাশিক জেলায় একটি অক্সিজেন ট্যাঙ্কার লিক হয়ে যাওয়ার ঘটনায় ২২ করোনা রোগীর মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে জাকির হুসেন পৌর হাসপাতালে। সেখানে অক্সিজেন সরবরাহ ব্যাহত হওয়ার কারণে ২২ জন মারা গেছে।
ঘটনা চোখে পড়তেই সঙ্গে-সঙ্গে পুলিশ ও ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়।
পিটিআইয়ের সূত্রে নাসিকের জেলা কালেক্টর সুরজ মান্ধারে বলেছেন, রোগীরা ভেন্টিলেটারের পাশাপাশি অক্সিজেন সরবরাহে ছিল, যা অক্সিজেন সরবরাহ ট্যাঙ্কে লিক হওয়ার পরে বাধাপ্রাপ্ত হয়। তবে শীঘ্রি অন্যান্য যেসব সুযোগে অক্সিজেনের চাহিদা বেশি ছিল না সেগুলি থেকে পৌর কর্পোরেশন তৎক্ষণাৎ সিলিন্ডার স্থানান্তরিত করে। জাকির হুসেন হাসপাতাল নাসিক মিউনিসিপাল কর্পোরেশন (এনএমসি) এর একটি কোবিদ ডেডিকেটেড হাসপাতাল । জানা গেছে এখানে প্রায় দেড়শ রোগী হয় অক্সিজেন নয় ভেন্টিলেটারে আছেন ।