September 24, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ধর্ম

ঠাকুর ঘরে এই জিনিসগুলি থাকা মানে ঘোর অমঙ্গল 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

প্রত্যেকের বাড়িতেই একটি আলাদা ঠাকুর ঘর থাকে। বাড়ির মধ্যে সবচেয়ে পবিত্র জায়গা এটি। কোনও কিছু নিয়ে চিন্তিত থাকলে, মনের ইচ্ছা পূরণ করতে কিংবা পরিবারের কল্যাণের কথা চিন্তাভাবনা করে আমরা ঈশ্বরকে স্মরণ করে থাকি৷ সবচেয়ে বেশি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয় ঘরটি৷ তবে এমন কিছু জিনিস আছে যেগুলি কখনোই ঠাকুর ঘরে রাখা ঠিক নয়। তাহলে পরিবারের উপর অমঙ্গল নেমে আসতে পারে। তাহলে জেনে নিন কোন কোন জিনিস আপনার ঠাকুরঘরে রাখা উচিত নয়।

১) ভাঙা মূর্তি

অনেকেরই ঠাকুরঘরে পাথর বা মাটির মূর্তি থাকে৷ কোনও সময় অসাবধানে তা ভেঙে যেতে পারে। আর, ভাঙা মূর্তি ঘরে থাকলে অমঙ্গল হতে পারে! তাই ঠাকুরঘরে ভাঙা মূর্তি রাখবেন না৷

২) চামড়া দিয়ে তৈরি কোনও জিনিস

চামড়ার ব্যাগ বা চামড়া দিয়ে তৈরি কোনও জিনিস ঠাকুর ঘরে রাখবেন না। চামড়ার জিনিসগুলি যেকোনও পশুর চামড়া দিয়ে তৈরি হয়৷ হিন্দু ধর্মমতে, চামড়ার তৈরি যেকোনও জিনিস ঠাকুর ঘরে বা তার আশেপাশে রাখা অনুচিত৷

৩) জুতো

ভুল করেও কোনওসময় ঠাকুর ঘরে বা তার ধারে-কাছে জুতো রাখবেন না৷ শোওয়ার ঘরের কাছে জুতো রাখতেই পারেন৷

৪) বড় শিবলিঙ্গ

বাড়ির ঠাকুর ঘরে বিভিন্ন দেবদেবীর বাস৷ মনোস্কামনা পূর্ণ করার জন্য অনেকেই বাড়িতে শিবলিঙ্গ রেখে পুজো করে৷ কিন্তু এক্ষেত্রেও সতর্ক থাকতে হবে! শিবলিঙ্গের মাপের ক্ষেত্রে সাবধান হন৷ আপনার হাতের বুড়ো আঙুলের থেকে বড় মাপ যেন না হয় শিবলিঙ্গের৷

৫) পূর্বপুরুষের ছবি

অনেকেই ঠাকুর ঘরের দেওয়ালে পূর্বপুরুষের ছবি টাঙিয়ে রাখেন৷ বাস্তুশাস্ত্র অনুযায়ী, ঠাকুর ঘরে এই ধরনের ছবি রাখা খুবই অশুভ। পরিবারের জন্যও ভাল নয়।

৬) বাসি ফুল

ফুল ছাড়া ঠাকুর পুজোর কথা ভাবাও পাপ! পুজোয় ফুলের ব্যবহার মাস্ট। আর বাড়ির পুজোয় প্রতিদিনই আমরা টাটকা ফুল ব্যবহার করে থাকি৷ কিন্তু ভুল করেও কোনওদিন বাসি ফুল ঠাকুর ঘরে জমিয়ে রাখবেন না৷ আজকের ফুল পরেরদিন সকালে অবশ্যই ফেলে দিতে হবে৷ নাহলে ঘোর অমঙ্গল হতে পারে!

Related Posts

Leave a Reply