সমস্ত নিষেধাজ্ঞা উড়িয়ে দিয়ে হাফিজ সাঈদকে ফের নিরাপত্তা দিলো পাকিস্তান !
নিউজ ডেস্কঃ
জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সাঈদের জন্য ফের নিরাপত্তারক্ষী মোতায়েন করল পাকিস্তান। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সরকার মুম্বই হামলার মাস্টারমাইন্ডের জন্যে এই বিশেষ নিরাপত্তার নির্দেশ দিয়েছে।
যদিও কয়েকমাস আগেই পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশে হাফিজের নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। তবে রবিবার পাকিস্তান সরকারের তরফে বলা হয়, ‘হাফিজ সাঈদের ওপর প্রাণঘাতী হামলার আশঙ্কা আছে। সেই কারণেই পাঞ্জাব সরকারের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফের নির্দেশে ফের হাফিজের নিরাপত্তায় পুলিশকর্মীদের মোতায়েন করা হয়েছে।’
আর এই নির্দেশের পরেই আন্তর্জাতিক মহলের প্রশ্ন, যেভাবে এক জঙ্গিকে নিরাপত্তা দেওয়া হচ্ছে তাতে কি জঙ্গি কার্যকলাপে প্রশ্রয় দেওয়া হচ্ছে না? সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র হাফিজের মাথার দাম ১০০ কোটি মার্কিন ডলার ঘোষণা করেছে। জামাতকে বিদেশি জঙ্গি সংগঠন হিসেবেও ঘোষণা করা হয়েছে। তবে পাকিস্তানে বেশ আরামেই আছেন এই জঙ্গি নেতা।