মিয়ানমারে একের পর এক সেনাঘাঁটির দখল নিচ্ছে বিদ্রোহীরা
কলকাতা টাইমসঃ
এ যেনো স্বাধীনতার যুদ্ধ। মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই সশস্ত্র আন্দোলনে নেমেছে সেদেশের কট্টরপন্থী সংগঠনগুলি। একই সঙ্গে প্রতিবাদে মুখর হয়ে রাস্তায় নেমেছে মিয়ানমারের হাজার হাজার জনগণ। বিক্ষোভ থামাতে ইতিমধ্যেই সেনার গুলিতে মৃত্যু হয়েছে বেশ কয়েকশো বিক্ষোভকারী। এবার একের পর এক সেনা ঘাঁটি নিজেদের দখলে নিতে শুরু করেছে সেদেশের সশস্ত্র বিদ্রোহীরা। জানা যাচ্ছে, আজ অর্থাৎ মঙ্গলবার সকালেই থাই সীমান্তে অবস্থিত এক সেনা ঘাঁটি নিজেদের দখলে নেয় বিদ্রোহীরা।
কারেন রাজ্যের সালবিন নদীর কাছে মঙ্গলবার সংঘর্ষ ছড়িয়ে পড়ে সেনা এবং বিদ্রোহীরা। মূলত ওই অঞ্চলের সশস্ত্র সংগঠন কারেন ন্যাশনাল ইউনিয়ন এই সংঘর্ষে নেতৃত্ব দেয়। তারা মিয়ানমারের পূর্বসীমান্তে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। প্রসঙ্গত, গত মাসেও কারেন বিদ্রোহীরা একটি সামরিক ঘাঁটি নিজেদের দখলে নেয়। এর পর কয়েক দফা বিমান হামলা চালিয়ে এর জবাব দেয় জান্তা সরকার। লড়াই শুরু হওয়ার পর থেকেই স্থানীয়রা এলাকা ছাড়তে শুরু করেন বলে খবর।