সরকারি ঘেরাটোপ থেকে নিখোঁজ ৩ হাজার করোনা রোগী: বন্ধ ফোন !
কলকাতা
টাইমসঃ রাজ্যের ৩ হাজার করোনা পেসেন্ট বেমালুম গায়েব! এই ঘটনা আপাতত ঘুম কেড়েছে কর্ণাটক পুলিশের। জানা যাচ্ছে, কেবল রাজধানী বেঙ্গালুরু থেকেই নিখোঁজ হয়েছেন এই ৩ হাজার করোনা রোগী। সবচেয়ে আশ্চর্য বিষয়, তারা নিজেদের মোবাই ফোন অত্যন্ত চটুলতার সঙ্গে বন্ধ করে রেখেছেন।যে কারণে চোখে সর্ষেফুল দেখছে পুলিশ।
কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর জানান, গত বছরও এই ধরণের রোগী নিখোঁজের ঘটনা ঘটেছিল। এবার অভিযুক্তরা তাদের ফোন বন্ধ রাখায় সমস্যা জটিল আকার নিয়েছে। প্রসঙ্গত, কর্ণাটকে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ৪০ হাজার মানুষ। গত সপ্তাহে থেকে ১৪ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে সেখানে। এই পরিস্থিতিতে ৩ হাজার করোনা রোগীর নিখোঁজ হওয়ার ঘটনায় আপাতত ঘুম ছুটেছে পুলিশের।