November 23, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

বাঙালিদের কাছে আজ ভেলোর ‘মক্কা মদিনা’ কেন ?

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

বুকে ব্যথা নিয়ে কলকাতার অ্যাপোলো হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ পি সি মণ্ডলের কাছে যান ২৪ বছরের এক তরুণী। তারপর শুরু হয় তার পরীক্ষা-নিরীক্ষা। ডাক্তার নানা আশঙ্কার কথা বলেন। রীতিমতো ভয় পেয়ে তরুণীকে নিয়ে যাওয়া হয় ভেলোরে। হৃদরোগ বিশেষজ্ঞ লিজো ভার্গিস কিছু পরীক্ষা-নিরীক্ষার পর ওই তরুণীকে বলেন, ‘তোমার কিছু হয়নি। বাড়ি যাও।’

এমন ঘটনা ঘটেছে কলকাতার সাংবাদিকের ভাগ্নির সাথে। ভেলোরে চিকিৎসা প্রসঙ্গে তিনি ফেসবুকে লেখেন, ভেলোরের হাসপাতালের দরজার সামনে এত বাঙালির লাইন কেন? হয় বাংলাদেশ, নয় পশ্চিমবাংলা। ওই হাসপাতালটি টিকেই আছে দুর্ভাগা বাঙালির জন্য। ওই ভেলোরই বাঙালির আসল তীর্থ। ভেলোরই মক্কা-মদিনা।

প্রায় প্রতি পাড়াতে কান পাতলে শুনবেন, ‘কলকাতার ডাক্তাররা অমুকবাবুকে মেরে ফেলেছিলেন। ভেলোরে গিয়ে নতুন জীবন পেলেন।’ তাঁরা নিশ্চয় মিথ্যে বলেন না। আমার বাড়িতেও এমন ঘটনা ঘটেছে। আমার ছোটকাকুর পাইলস অপারেশন করতে গিয়ে সর্বনাশ করেছিলেন তিরিক্ষি মেজাজের এক এফআরসিএস ডাক্তার। এক অপারেশনের ভুল শোধরাতে গিয়ে আর একটা অপারেশন, তার ভুল শোধরাতে গিয়ে আরও একটা অপারেশন…। তার পর ছোটকাকু যখন মৃতপ্রায় তখন তাঁকে জীবন দিলেন ওই ভেলোরের ডাক্তারবাবুই।

কলকাতার অধিকাংশ ডাক্তারবাবু এসব কথা শুনতে চান না। তাঁদের ইগোতে লাগে। বস্তুত শোনার অভ্যেসটাই কলকাতার অধিকাংশ ডাক্তারবাবুর নেই। সে জন্যই বোধহয় গতকাল শতায়ু ডাক্তারবাবু মণি ছেত্রী তাঁর সহকর্মীদের বলেছেন, ‘আগে রোগীর কথা ভালো করে শুনুন। তাতেই রোগী অর্ধেক ভালো হয়ে যাবেন।’ কিন্তু কে শোনে কার কথা! বেশি কথা শুনলে যেন নিজের ‘মেধার’ অপমান হয়। যেন রোগীরা সব অশিক্ষিত। একমাত্র তিনিই শিক্ষার ধারক-বাহক।

ভুল চিকিৎসা তো ছেড়েই দিলাম, রোগী আর রোগীর বাড়ির লোককে এই অসহনীয় মানসিক চাপে রাখার অধিকার ওই ডাক্তারকে কে দিল? দিনের পর দিন এসব ঘটে যায়, কোনও শাস্তি হয় কি? সামান্য চুরির অপরাধে একজন ছিঁচকে চোরেরও তো জেল হয়। কিন্তু এই সব ডাকাত ডাক্তারের কিছুই হয় না। দিব্য ঠাট-বাট-ইগো নিয়ে আছেন। আর সময় মতো রাজনৈতিক জার্সিটা বদলে নিচ্ছেন। ব্যতিক্রম হয়তো কেউ কেউ আছেন। কিন্তু তাঁদের প্রায় চোখে দেখা যায় না। না হলে ভেলোরের হাসপাতালের দরজার সামনে এত বাঙালির লাইন কেন? হয় বাংলাদেশ, নয় পশ্চিমবাংলা। ওই হাসপাতালটি টিকেই আছে দুর্ভাগা বাঙালির জন্য। ওই ভেলোরই বাঙালির আসল তীর্থ। ভেলোরই মক্কা-মদিনা।

Related Posts

Leave a Reply