এ যেনো সিনেমা হল: শ্মশানে ঝুলছে ‘হাউজফুল’ বোর্ড !
কলকাতা টাইমসঃ
একটি শ্মশান। সারাদিনে মেরেকেটে ২০ টি মৃতদেহ দাহ করা সম্ভব এখানে। কিন্তু, করোনার তান্ডবে বিপর্যস্ত ভারতের শ্মশানের বাইরে এখন দীর্ঘ লাইন। তাই শ্মশানের বাইরে এবার ‘হাউসফুল’ বোর্ড ঝোলাতে বাধ্য হলো কর্নাটকের চামরাজপেটের একটি শ্মশান কতৃপক্ষ।
সব দেখে শুনে রসিক মানুষের বক্তব্য ‘এটা সিনেমা হল নাকি শ্মশান’! ন’য়ের দশক এমনকি বিংশ শতাব্দীর শুরুর দিকেও দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহের টিকিট কাউন্টারে ঝুলতে দেখা যেত এই ধরণের হাউজফুল বোর্ড। এই প্রজন্মের কিশোর কিশোরীদের কাছে যা অদেখাই রয়ে গেছে। করোনার দৌলতে আজ শ্মশানে সেই বোর্ড ঝুলতে দেখছে তারা। কর্তৃপক্ষের বক্তব্য, বারবার বলা সত্ত্বেও শ্মশানের বাইরে মরদেহের লাইন পড়ে যাচ্ছিল। ভিড়ও বাড়ছিল। তাই বাধ্য হয়েই ‘হাউসফুল’ বোর্ড ঝুলিয়ে দেন তারা।