পশ্চিমবঙ্গকে কাশ্মীরের সঙ্গে তুলনা: টুইটার অ্যাকাউন্ট খোয়ালেন কঙ্গনা রানাওয়াত
কলকাতা টাইমসঃ
বাংলায় এই মুহূর্তে রাষ্ট্রপতি শাসনের দাবি তোলার সাথে সাথে এই রাজ্যকে কাশ্মীরের সঙ্গেও তুলনা করেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। জানা যাচ্ছে বিধি লংঘনের অভিযোগে পার্মানেন্টলি তার টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কতৃপক্ষ। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল পরবর্তী সহিংসতা নিয়ে একাধিক টুইট করেছিলেন কঙ্গনা। এমনকি তৃণমূল শাসিত বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবিও করেন বিজেপি সমর্থক এই অভিনেত্রী।
শুধু তাই নয়,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেরাবণের সঙ্গে তুলনা করে কঙ্গনার টুইট, “খলনায়ক হতে গেলে পরাক্রমী রাবণের মতো হন। ঠিক যেমন মমতা দিদি।” বঙ্গের নির্বাচনে তার পছন্দের দল বিজেপি’র পর্যুদস্তের পর পশ্চিমবঙ্গকে কাশ্মীরের সঙ্গেও তুলনা করেন এই অভিনেত্রী। তার বক্তব্য, পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতায় আসার পরই শুরু হয়েছে হত্যালীলা। ‘#বেঙ্গলইজবার্নিং’ নামক হ্যাশটাগও ব্যবহার করা শুরু করেন কঙ্গনা।