‘কালো পাথর’ -এর পর এবার ‘মাকামে ইব্রাহিম’: প্রকাশ্যে একের পর এক বিরল পাথর
কলকাতা টাইমসঃ
দিন কয়েক আগেই সৌদির তরফে প্রকাশ্যে আনা হয় মক্কার বিরল রত্ন স্বরূপ ‘কালো পাথর’। এবার প্রকাশ্যে এলো ‘মাকামে ইব্রাহিম’ এর ছবি। সূত্রের খবর, মক্কা এবং মদিনা এই দুই মসজিদের দায়িত্বে থাকা জেনারেল প্রেসিডেন্সি সুচতুর ভাবে হাজার হাজার বছরের এই অলৌকিক বস্তুগুলি প্রকাশ্যে আনছেন। কাবার মসজিদুল হারামে এই পবিত্র পাথরটি রয়েছে। নবীর পায়ের ছাপ সংরক্ষণ করতে পাথরটিকে সোনা এবং রুপোর ফ্রেমে আবদ্ধ করা হয়।
‘মাকামে ইব্রাহিম’ হলো নবীর পদচিহ্ন সম্বলিত একটি পাথর। কথিত আছে কাবা শরিফ নির্মাণের সময় পুত্র ইসমাইল এই পাথর এনে দেন পিতা ইব্রাহিমকে। এই পাথরের ওপর দাঁড়িয়েই ‘কাবা’ নির্মিত হয়। জানা যায় ইসমাইল একের পর এক পাথর এনে দিতেন, আর ইব্রাহিম তা দিয়ে কাবার দেওয়াল গড়তেন। জানা যাচ্ছে, পাথরটি অলৌকিকভাবে দেওয়ালের ওপরের দিকে উঠতে ইব্রাহিমকে সাহায্য করতো।