ভারতে প্রতি সেকেন্ডে ৪ জন করোনায় আক্রান্ত হচ্ছেন : মিনিটে মৃত্যু ২ জনের !
কলকাতা টাইমসঃ
ভারতের করোনা পরিস্থিতিকে জ্বলন্ত আগ্নেয়গিরির সাথে তুলনা করলো জাতিসংঘের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা ইউনিসেফ। বিশ্বের যাবতীয় রেকর্ড ছাপিয়ে গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন চার লক্ষের বেশি মানুষ। মাত্র এক দিনে মৃত্যু হয়েছে ৪ হাজারেরও বেশি মানুষের।
ভারতের করোনার লাগামহীন অবস্থাকে জ্বলন্ত আগ্নেয়গিরির সঙ্গে তুলনা করার পাশাপাশি ইউনিসেফ মাহমারি নিয়ন্ত্রণে ভারতকে সর্বোচ্চ সহযোগিতার কথা জানিয়েছে। ইউনিসেফ জানাচ্ছে, বর্তমানে ভারতে প্রতি সেকেন্ডে ৪ জন করোনায় আক্রান্ত হচ্ছেন। প্রতি মিনিটে মৃত্যু হচ্ছে ২ জনের।