মিয়ানমারের জনপ্রিয় কবিকে নৃশংসভাবে খুন করলো সেনাবাহিনী
কলকাতা টাইমসঃ
সেনার হাতে নৃশংসভাবে খুন হলেন মিয়ানমারের এক জনপ্রিয় কবি। তার অপরাধ সেনা শাসনের বিরুদ্ধে দেশের মানুষকে উদ্বুদ্ধ করতেন তিনি। নিজেও অংশ নিতেন বিভিন্ন বিক্ষোভ সমাবেশে। অভিযোগ, জিজ্ঞাসাবাদের নামে তুলে নিয়ে গিয়ে ৪৫ হাজার বয়সী খেত থি নামের ওই কবির বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ কেটে নেয় সেনাবাহিনী। সূত্রের খবর, মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকে এখনো পর্যন্ত তিনজন কবিকে হত্যা করা হল।
কবির স্ত্রী চাও সু জানান, গত শনিবার তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় মিয়ানমার সেনা। পরের দিন তাকে মর্গে ডেকে নিয়ে গিয়ে কবির ক্ষত বিক্ষত মৃতদেহ তুলে দেওয়া হয়। মিয়ানমারের শোয়েবো শহরের ঘটনা। প্রসঙ্গত সেনাবিরোধী বিক্ষোভের কেন্দ্রভূমি বলা হয় এই শহরকে। কবিতার মধ্য দিয়ে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে পথে নামেন এই কবি। ২০১২ সালে তিনি ইঞ্জিনিয়ারের চাকরি ছেড়ে কবিতার মধ্যেই বেঁচে থাকার রসদ খোঁজেন।