মধ্যে রাতের রহস্য: করোনায় মৃত্যু ৭৫ জন রোগী !
কলকাতা টাইমসঃ
রহস্য জনক ভাবে মধ্যরাতে মৃত্য হচ্ছে একের পর এক করোনা রুগীর। জানা যাচ্ছে অক্সিজেনের ওভাবেই মৃত্যু হচ্ছে তাদের। গত ৪ দিনে এই নিয়ে মোট ৭৫ জন রোগীর মৃত্যু হয়েছে বলে খবর। দেশজুড়ে তোলপাড় ফেলা এই ঘটনা ঘটেছে গোয়ার মেডিকেল কলেজ হাসপাতালে। এমনকি এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই কেন্দ্রশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিবের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।
চাপে পরে তিন সদস্যের এক তদন্ত কমিটি গঠন করেছে গোয়া প্রশাসন। সূত্রের খবর, আজ ভোর হওয়ার আগেই মৃত্যু হয়েছে ওই হাসপাতালে থাকা ১৩ জন রোগীর। গত মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার পর্যায়ক্রমে অক্সিজেনের অভাবে একই ভাবে মৃত্যু হয়েছে যথাক্রমে ২৬,২১ এবং ১৫ জনের। প্রসঙ্গত এটাই গোয়ার সবচেয়ে বড় কোভিড হাসপাতাল। গোয়া ফরোয়ার্ড পার্টির সহ-সভাপতি দুর্গাদাস কামাট জানিয়েছেন, মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত, মুখ্য সচিব এবং নোডাল অফিসারের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছেন তারা।