September 24, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

অলিম্পিক বন্ধের আবেদন নিয়ে জাপানে গণস্বাক্ষর অভিযান 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

সন্ন টোকিও অলিম্পিক বাতিল করার জন্য গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে নেমেছে জাপান। ইতিমধ্যেই প্রায় সাড়ে ৩ লক্ষ মানুষের স্বাক্ষর জোগাড় করতে সক্ষম হয়েছেন তারা। জানা যাচ্ছে, করোনার কারণে গোটা মে মাস জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে অলিম্পিকের মূল ভেনু টোকিও সহ আরও তিনটি শহরে। যার মধ্যে রয়েছে উত্তর হোক্কাইডো। এখানেই অলিম্পিকের ম্যারাথন অনুষ্ঠিত হওয়ার কথা। প্রসঙ্গত, আগামী ২৩ জুলাই থেকে শুরু হওয়ার কথা অলিম্পিক।

বর্তমানে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে জাপানে। এই পরিস্থিতিতে অলিম্পিক হলে করোনা সংক্রমণ হু হু করে বাড়ার আশংকা করছেন জাপানিরা। টোকিওর প্রাক্তন গভর্নর প্রার্থী কেঞ্জি উতসুনোমিয়া অলিম্পিক বাতিল করার অন্যতম উদ্যোক্তা। তাঁর বক্তব্য, ‘‌এই অলিম্পিক আয়োজনের চেষ্টা বুঝিয়ে দিচ্ছে, আমরা মানুষের জীবনের চেয়ে ক্রীড়া উৎসবকে বেশি প্রাধান্য দিচ্ছি।’‌ এই গণস্বাক্ষর টোকিওর গভর্নর, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছেও পাঠানো হবে।

Related Posts

Leave a Reply