ভারতীয় চিকিৎসকদের প্রশ্নের মুখে দাঁড় করিয়ে, নিষিদ্ধ ‘রেমডিসিভির’
কলকাতা টাইমসঃ
বিতর্ক দানা বেঁধেছিলো বেশ কিছুদিন আগেই। করোনার দ্বিতীয় ঢেউ ভারতে আছড়ে পড়ার পর থেকেই কভিড চিকিৎসায় রেমডিসিভিরের ব্যবহার নিয়ে প্রশ্ন তুলে আসছিলেন। এবার এই রেমডিসিভিরকেই নিষিদ্ধ ঘোষণা করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’। তাদের বক্তব্য, করোনা চিকিৎসায় এই ওষুধের কোনো কার্যকর ভূমিকা দেখা যায়নি। প্রসঙ্গত, করোনা চিকিৎসা তো দূর অস্ত অনেক আগে থেকেই অ্যান্টিভাইরাল ড্র্যাগ হিসেবে বিভিন্ন দেশ নিষিদ্ধ করেছে রেমডিসিভিরকে। এই বছর এই ওষুধটিকেই আঁকড়ে ধরে বাঁচতে চাইছিলেন ভারতীয় চিকিৎসকরা।
দেশের বিশিষ্ট চিকিৎসকদের একটা অংশ বলার চেষ্টা করছিলেন, রেমডিসিভির একজন মানুষকেও করোনার মৃত্যু থেকে বাঁচাতে পারেনি। শেষপর্যন্ত ‘হু’ সেই দাবিকেই মান্যতা দিলো। প্রসঙ্গত, করোনার প্রথম হানার সময় অর্থাৎ গতবছর ঠিক একইভাবে ‘হাইড্রোক্সিক্লোরোকুইন’ নামক একটি ওষুধের ওপর ভরসা করেছিলেন ভারতীয় চিকিৎসকরা। সেই ওষুধটিকেও একই ভাবে নিষিদ্ধ ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।