বিপর্যস্ত ভারতে নতুন অতিথি ব্ল্যাক নয় ‘হোয়াইট ফাঙ্গাস’ !
কলকাতা টাইমসঃ
করোনা আবহেই দেশ জুড়ে ক্রমশ ছড়িয়ে পড়তে থাকা নতুন আতংকের নাম ব্ল্যাক ফাঙ্গাস। আজই এই ছত্রাক আক্রমণকে নোটিফায়েবল ডিজিজ হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এক নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর জানিয়ে দিয়েছে, দেশের যে কোনো প্রান্তের আক্রান্তের খবর কেন্দ্রীয় নজরে আনতে হবে। এই নতুন উপদ্রোপের মাঝেই এবার আরও ভয়াবহ বার্তা দিয়ে চিকিৎসকদের রাতের ঘুম কেড়ে নিতে হাজির হলো হোয়াইট ফাঙ্গাস।
আজ বৃহস্পতিবার বিহারে প্রথম এই ছত্রাকের সন্ধান পাওয়া যায়। ইতিমধ্যেই সেখানকার ৪ জন জন বাসিন্দা এই ছত্রাকে সংক্রমিত হয়েছেন বলে খবর। জানা যাচ্ছে, হোয়াইট ফাঙ্গাস খুব দ্রুত ফুসফুস, যকৃৎ, কিডনি, যৌনাঙ্গ-সহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে দ্রুত সংক্রমিত হতে সক্ষম। যেখানে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ কেবল মাত্র মুখের আশপাশের অঙ্গগুলিতেই হয়। ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণে মৃত্যুর হার প্রায় ৫০ শতাংশ। বিজ্ঞানীদের ধারণা হোয়াইট ফাঙ্গাস আরও বেশি বিপজ্জনক হতে পারে। এই ছত্রাক মূলত গর্ভবতী মহিলা এবং শিশুদের বেশি পরিমাণে আক্রান্ত করতে পারে বলে মনে করা হচ্ছে।