November 1, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ওপার বাংলা রোজনামচা

শুক্রবার মুখোমুখি হবেন মমতা-হাসিনা, আরও একবার উঠে আসবে তিস্তা জলবণ্টন প্রসঙ্গ 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আগামী শুক্রবার বৈঠকে বসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভবনের উদ্বোধন উপলক্ষে শান্তিনিকেতনে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মনে করা হচ্ছে, তিস্তা  জলবণ্টন প্রসঙ্গই হবে শেখ হাসিনার প্রধান আলোচ্য বিষয়। এই সংক্রান্ত চুক্তির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মমতার সঙ্গে কথা বলতে পারেন। বিষয়টি মিটিয়ে নিতে তৎপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

জানা গেছে, শুক্রবার সকাল ৮টায় ভিভিআইপি ফ্লাইটে নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ঢাকা থেকে শেখ হাসিনা রওনা দেবেন। সেখানে পৌঁছানোর পর নরেন্দ্র মোদির সঙ্গে কলকাতা ছাড়বেন একই ফ্লাইটে। বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে পরে যোগ দেবেন শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদি। সেখানেই থাকার কথা রয়েছে পশ্চিমবঙ্গের মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের।

 

Related Posts

Leave a Reply