ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের পথে প্যালেস্তাইন
কলকাতা টাইমসঃ
ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের সরণাপন্ন হতে চলেছে প্যালেস্তাইন। পক্ষকাল যাবৎ চলা ইসরায়েলি বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত গাজা। এই হামলায় কমপক্ষে ২৪৩ জন প্যালিস্তিনি নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে। আহত সহস্রাধিক। নিহতদের মধ্যে ৬৬ জন শিশুও রয়েছে বলে প্যালেস্তাইন প্রশাসনের তরফে জানানো হয়েছে।
এবার গাজায় ইসরাইলের এই নৃশংস বর্বরতার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার কথা ঘোষণা করলো প্যালেস্তাইন। সেদেশের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতেয়াহ আজ এই ঘোষণা করেন। মূলত ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে আন্তর্জাতিক আঙ্গিনায় বিচার চাইতে চলেছেন তারা।