বিশ্বের রক্ষাকর্তা নিজের বিখ্যাত পোশাকটিই চোরের হাত থেকে বাঁচাতে পারলেন না  – KolkataTimes
May 13, 2025     Select Language
৭কাহন KT Popular Sponsored Content Bengali বিনোদন রোজনামচা

বিশ্বের রক্ষাকর্তা নিজের বিখ্যাত পোশাকটিই চোরের হাত থেকে বাঁচাতে পারলেন না 

[kodex_post_like_buttons]

জানেন কি বিখ্যাত সুপারহিরো আয়রনম্যানেই সে

ই বিখ্যাত পোশাকটি চুরি হয়ে গেছে। এটি কোনো ডুপ্লিকেট নয়, একেবারেই আসল পোশাক। আর এখন পোশাকটির খোঁজে সন্ধান চালাচ্ছে লস অ্যাঞ্জেলসের পুলিশ।

তাহলে ভাবুন যার কর্মকান্ডে গোটা বিশ্ব প্রেমে হাবুডুবু, যার পেশী ও মগজ সশক্তিতে দুনিয়াবেহুশসেই তিনি বিশ্বের রক্ষাকর্তা নিজের বিখ্যাত পোশাকটিই চোরের হাত থেকে বাঁচাতে পারলেন না। শেষে শরণাপন্ন হলেন লস এঞ্জেলস পুলিশের।

প্রায় দুই কোটি ৭০ লাখ টাকা দামের পোশাকটির সন্ধানে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ। লস অ্যাঞ্জেলসের সিনেমার সরঞ্জাম রাখার একটি স্থান থেকে চুরি হয়ে যায় পোশাকটি। ২০০৮ সালে আয়রনম্যান মুভির অভিনয়ের সময় রবার্ট ডাউনি জুনিয়র এ পোশাকটি পরেছিলেন।

চলচ্চিত্রে যারা আয়রনম্যানের ভক্ত তারা হয়ত এর মূল্য জানেন। আর তাই কেউ সবার অজান্তেই চুরি করে নিয়েছেন পোশাকটি।

লস অ্যাঞ্জেলস পুলিশ জানিয়েছে প্রায় ১০ দিন হয়ে গেলেও এখনও চোর বা পোশাকের কোনো হদিশ পাওয়া যায় নি।

Related Posts

Leave a Reply