কনের দেহ পাশের ঘরে রেখেই ছোট বোনের সঙ্গে গাঁটছড়া  ! – KolkataTimes
April 27, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

কনের দেহ পাশের ঘরে রেখেই ছোট বোনের সঙ্গে গাঁটছড়া  !

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :

কিছুক্ষণ পরেই মালাবদল হবে। ঠিক তখনই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন কনে। এরপর মৃত্যুর কোলে ঢোলে পড়েন। কনের মৃত্যুর পরে তার বোন অর্থাৎ হবু শ্যালিকাকে বিয়ে করলেন বর।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের এটাওয়াতে। সমসপুর গ্রামের সুরভীর সঙ্গে বিয়ে হচ্ছিল নাওলি গ্রামের মঙ্গেশ কুমারের। কিন্তু মালাবদলের আগেই অসুস্থ হয়ে পড়েন সুরভী। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

হৃদরোগে আক্রান্ত হয়ে সুরভীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সুরভীর মৃত্যুতে মুহূর্তের মধ্যে আনন্দের অনুষ্ঠান পরিণত হয় বিষাদে। এক পর্যায়ে সবাইকে অবাক করে দিয়ে মঙ্গেশ প্রস্তাব দেন, সেই দিনই সুরভীর বোন নিশাকে তিনি বিয়ে করতে চান। পাত্রীপক্ষও সেই প্রস্তাবে রাজি হয়ে যায়।

এ প্রসঙ্গে সুরভীর ভাই সৌরভ বলেন, “আমরা বুঝতে পারছিলাম না কী করব। দুই পরিবার বসে সিদ্ধান্ত নেয় নিশার সঙ্গে মঙ্গেশের বিয়ে দেওয়ার। এটা খুবই অদ্ভুত ঘটনা। যখন আমার এক বোনের বিয়ে হচ্ছে তখন পাশের ঘরে আরেক বোনের মৃতদেহ শোয়ানো রয়েছে।”

কনে বিদায়ের পর সুরভীর শেষকৃত্য করে পরিবার।

Related Posts

Leave a Reply