মাত্র একটি জেলায় ১ মাসে করোনায় আক্রান্ত ৮ হাজার শিশু !
কলকাতা টাইমসঃ
কভিডের দ্বিতীয় ঢেউ। রাজ্যের নাম মহারাষ্ট্র। যার মাত্র একটি জেলায় ১ মাসে করোনায় আক্রান্ত হয়েছে ৮ হাজার শিশু! বিজ্ঞানীদের মতে তৃতীয় ঢেউয়ের সময়কালে সবচেয়ে বেশি আক্রান্ত হবে শিশুরা। এই রাজ্যে কিছুদিন আগেই প্রতি দিন আক্রান্ত হয়েছে ৬০ হাজার মানুষ। ঠিক এই রাজ্যেরই আহমেদনগর জেলার এই ঘটনা আপাতত আলোচনার শীর্ষে। এই জেলায় মে মাসে মোট আক্রান্তের ১০ শতাংশই হলো শিশু।
আহমেদনগরের জেলা শাসক রাজেন্দ্র ভোঁসলে জানান, কেবল মাত্র মে মাসে প্রায় ৮ হাজার শিশু করোনায় আক্রান্ত হয়েছে। বর্তমানে সেখানে তৃতীয় ঢেউয়ের প্রস্তুতি স্বরূপ ছোটদের জন্য আমরা আলাদা করে কোভিড ওয়ার্ড তৈরী করা হচ্ছে স্কুল এবং প্লে সেন্টারের মতন করে।