January 20, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

ইনস্টাগ্রামে এখন থেকে করা যাবে ‘রি-শেয়ারিং’, থাকছে ‘ট্যাগ’ অপশন

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

ছবি ও ভিডিও শেয়ারিং ধর্মী যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে চালু করা হলো ‘পোস্ট রিশেয়ার’ করার এক নতুন ব্যবস্থা। যেমন ডিসকভারির কোনো ছবি পছন্দ হলে এখন তাতে নিজের মন্তব্য লিখে আবারো শেয়ার করা যাবে। চাইলে বন্ধুদেরকে তাতে ট্যাগও করা যাবে। তবে পাবলিক অ্যাকাউন্ট ছাড়া কোনো পোস্ট রিশেয়ার করা যাবে না। আর কোনো ব্যবহারকারী যদি তার পোস্টের রিশেয়ার অপশন বন্ধ রাখতে চান তাহলে তাকে সেটিংসে গিয়ে তা বন্ধ করতে হবে।

ইনস্টাগ্রাম ফিডে কোনো স্টোরি শেয়ার করতে চাইলে ডাইরেক্ট ম্যাসেজিং অপশনে যেতে হবে। সেখানে স্টোরি তৈরির জন্য নতুন অপশন দেখা যাবে, যাতে লেখা থাকবে ‘ক্রিয়েট এ নিউ স্টোরি উইথ দিস পোস্ট’। তাতে ট্যাপ করলে সেই পোস্টটি ব্যাকগ্রাউন্ডসহ স্টিকার আকারে প্রদর্শিত হবে। পোস্টটি শেয়ার করা হলে তাতে আসল ছবিদাতার নাম দেখা যাবে। এতে অরিজিনাল পোস্টটি দেখার জন্য ট্যাপ করা যাবে। ফিচারটি এখনো সব ব্যবহারকারীর ফোনে পৌঁছায়নি। তবে অচিরেই সবার ফোনে এটি পৌঁছে যাবে।

 

Related Posts

Leave a Reply