করোনার ভ্যাকসিন দিতে গিয়ে খোঁজ পাওয়া গেলো বিশ্বের সবচেয়ে প্রবীণা মহিলার
কলকাতা টাইমসঃ
করোনার ভ্যাকসিন দিতে গিয়ে খোঁজ পাওয়া গেলো বিশ্বের সবচেয়ে প্রবীণা মহিলার। তও আবার ভারতের মাটিতে। রেহতী বেগম নামের ওই মহিলা জম্মু-কাশ্মীরের বরমুলার বাসিন্দা। তার সরকারি নথি বলছে এই শতায়ু ভারতবাসীর বয়স এখন ১২৪ বছর। গত বুধবার একটি ভ্রাম্যমাণ টিকাদান কেন্দ্রে টিকা নিতে গেলে স্বাস্থ্য কর্মীদের নজরে আসে বিষয়টি।
রেহতী বেগমের রেশন কার্ডে জন্ম তারিখ হিসেবে তার বয়স এখন ১২৪ বছর। যদিও বর্তমানে জাপানের কানি তানাকা বিশ্বের সবচেয়ে প্রবীণ নারীর মর্যাদা পান। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী তার বয়স এখন ১১৮ বছর। এর আগে বিশ্বে সবচেয়ে বেশি বয়সী মহিলার রেকর্ড ছিল ফ্রান্সের জ্যাঁন কালমেন্টের। ১৯৯৭ সালে ১২২ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। যদিও কাশ্মীরের রেহতী বেগমের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস থেকে এখনো কোনো সীকৃতি দেওয়া হয়নি।