দুই ভাই, দুজনেই প্রতিভাবান স্পোর্টসম্যান: ৩ বছরের ব্যবধানে একই ভাবে মৃত্যু !
কলকাতা টাইমসঃ
দুই ভাই। দুজনেই স্পোর্টসম্যান। একজন সাইক্লিস্ট। অন্যজন প্রতিভাবান ফুটবলার। দুজনেরই জীবনে আকস্মিক ইতি পড়লো একই পরিণতিতে! ২০১৮ সালে সাইক্লিং করতে করতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় রোক্কো পেরিনোর। তার ঠিক তিন বছর পর ভাইয়ের স্মৃতিতে ফুটবল খেলতে নেমে একইভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো জিউসেপ্টে পেরিনোর।
জানা যাচ্ছে, গত বুধবার ইতালির নেপলসে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ইতালির দ্বিতীয় ডিভিশনের ফুটবল ক্লাবে খেলেন পেরিনো। বর্তমানে ভিগর লামেজিয়া ক্লাবে খেলছেন এই প্রতিভাময় তরুণ ফুটবলার। ফুটবল মাঠে খুব পরিচিত মুখ নেন পেরিনো। মৃত ভাইয়ের স্মরণে একটি ফাইভ অ্যা সাইড ফুটবল ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি।