ক্রিকেটের গোটা সময়কালকে ৫ টি যুগে ভাগ করলো আইসিসি
কলকাতা টাইমসঃ
ক্রিকেটের গোটা সময়কালকে ৫টি ভাগে ভাগ করার সিদ্ধান্ত নিলো বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। প্রত্যেকটি ভাগকে একেকটি যুগ হিসেবে চিহ্নিত করে মোট ১০ জন ক্রিকেটারকে ইতিহাসে স্থান করে দেওয়ার উদ্যোগ নিলেন তারা। মূলত, টেস্ট ক্রিকেটে ছাপ রেখে যাওয়া ১০জন কিংবদন্তি এই তালিকায় স্থান পাবেন বলে জানিয়েছে আইসিসি।
ক্রিকেটকে ৫টি যুগকে এভাবেই ক্রমান্বয়ে সাজানো হয়েছে:
১৯১৮ সালের আগের সময়কালকে ধরা হয়েছে আদিম ক্রিকেট যুগ। ১৯১৮ থেকে ১৯৪৫ অবধি যুদ্ধকালীন ক্রিকেট যুগ। ১৯৪৬ থেকে ১৯৭০ অবধি যুদ্ধ পরবর্তী ক্রিকেট যুগ। ১৯৭১ থেকে ১৯৯৫ সালকে চিহ্নিত করা হয়েছে ওডিআই যুগ। পরবর্তী ১৯৯৬ থেকে ২০১৬ অবধি সময়কালকে বলা হয়েছে আধুনিক যুগ।