সু চি’র বিচারের প্রথম ধাপ শুরু
মিয়ানমারের হিউম্যান রাইটস ওয়াচ সু চি’র বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে সেগুলো থেকে অব্যহতি দিয়ে তাকে দ্রুত মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে। ইতিমধ্যে ইয়াঙ্গুন শহরে গণতন্ত্রের দাবিতে রাস্তায় নেমেছেন আন্দোলনকারীরা।
জানা গেছে, সু চি সকল অভিযোগ অস্বীকার করলেও তার বিরুদ্ধে নির্বাচনী প্রচারণা চালানোর সময় করোনাভাইরাস সংক্রান্ত বিধি-নিষেধ অমান্য করা, অবৈধভাবে ওয়াকি টকি রাখা, সরকারি নথির গোপনীয়তা ভঙ্গ, ঘুষ গ্রহণসহ বিভিন্ন অভিযোগ আনা হয়।উল্লেখ্য, নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে ফেব্রুয়ারিতে মিয়ানমারের নির্বাচিত সরকারকে সরিয়ে অভুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী।