অনুশীলন চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যাডমিন্টন তারকার
কলকাতা টাইমসঃ
এবার অনুশীলন চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যাডমিন্টন তারকার। ব্যাডমিন্টন জগতের অন্যতম সেরা এই ডাবলস শাটলারের নাম মার্কিস কিডো। ইন্দোনেশিয়ার অন্যতম সেরা ব্যাডমিন্টন তারকা কিডো। ইন্দোনেশিয়ার ব্যাডমিন্টন এসোসিয়েশনও এই খবরের সত্যতা স্বীকার করেছেন বলে খবর পাওয়া যাচ্ছে।ইন্দোনেশিয়ান ক্রীড়া দফতর সূত্রে জানানো হয়েছে, টাঙ্গেরাঙ্গ স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন মার্কিস কিডো। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
জানা গেছে, প্রতি সোমবার টাঙ্গেরাঙ্গ স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন করতেন এই তারকা ক্রীড়াবিদ। এই ব্যাডমিন্টন তারকা ২০০৮ সালে বেইজিং অলিম্পিক্সে হেন্ড্রা সেতিওয়ানকে সঙ্গে নিয়ে ডাবলসে সোনা জিতেছিলেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপাও রয়েছে তার ঝুলিতে। ২০০৬ সালে বিশ্বকাপ ২০১০ সালে এশিয়ান গেমসেও সোনা জিতেছিলেন তিনি।