আগামী ২ বছর ক্রিকেটের নাগপাশে বন্দি থাকতে হবে বিরাট কোহলিদের
কলকাতা টাইমসঃ
চলতি বছরের আগস্ট মাস থেকে প্রায় ২ বছর ঠাসা ক্রীড়াসূচির মধ্যে আবদ্ধ থাকতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। ভারত-ইংল্যান্ড আসন্ন টেস্ট দিয়েই দ্বিতীয় টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের সফর শুরু করতে চলেছে ভারত। সিরিজ শুরু ৪ আগস্ট। এরপরই সেপ্টেম্বর থেকে স্থগিত হওয়া আইপিএলে ব্যস্ত থাকবেন ক্রিকেটাররা।
অক্টোবরে আইপিএল শেষ হলেই বসবে টি-২০ বিশ্বকাপের আসর। এরপরই ঘরের মাঠে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে কোহলি অ্যান্ড কোং। ডিসেম্বর-জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার গিয়ে তিনটি টেস্ট খেলবে ভারত। তা শেষ হতেই দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে রয়েছে তিন ম্যাচের টেস্ট সিরিজ। ২০২২ সালের মাঝামাঝি বর্ডার-গাভাসকর ট্রফিতে সম্মুখ সমরে হবে ভারত-অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিরুদ্ধে ঢাকায় টেস্ট সিরিজ দিয়ে চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর লড়াই শেষ হবে কোহলিদের।