৩ হাজারের খাবারে ১৩ লাখ বকশিশ!
তিনি বকশিশ দেন ১৬ হাজার মার্কিন ডলার, যা ভারতীয় টাকায় প্রায় ১৩ লাখ টাকা। সম্প্রতি ওই গ্রাহকের এমন উদারতায় অভিভূত স্টাম্বল ইন বার অ্যান্ড গ্রিল- নামক ওই রেস্তোরাঁর মালিক মাইক জেরেল্লা। তিনি স্থানীয় টিভি চ্যানেলকে বলেন, মোট বিল এসেছিল ৩৭.৯৩ ডলার। তিনি ক্রেডিট কার্ডে বিল দিয়েছিলেন। প্রথমে আমরা বিষয়টি লক্ষ্যও করিনি।
কিন্তু বিল দেওয়ার সময়, তিনি তিনবার বললেন- ‘সব টাকা এক জায়গায় খরচ করবেন না যেন।’ তারপর একজন কর্মী ক্যাশ রেজিস্টারের পাশে থাকা ক্রেডিট কার্ড স্টেটমেন্ট উল্টে দেখেই চমকে যান। ওই কর্মী বিস্মিত হয়ে বলেন, হায় ঈশ্বর, আপনি কি সত্যিই এত টাকা বকশিশ দিচ্ছেন!কিন্তু, উত্তরে সেই মহানুভব ব্যক্তি বলেন, ‘আমি জানি আপনারা এখন অনেক কষ্টের মধ্যে আছেন, তাই চাইছি আপনারা টাকাগুলো রাখুন। সত্যিই আপনারা কঠোর পরিশ্রম করছেন।’
ঘটনা শুনে মালিক জেরেল্লাও ভাবেন গ্রাহক ভুল করছেন। এরপর তিনি ম্যানেজারকে পাঠান। কিন্তু, তাকেও বকশিশ রাখার অনুরোধ করেন গ্রাহক। একইসঙ্গে, তার পরিচয় প্রকাশ না করারও অনুরোধ করেন।