নারীর বহু বিবাহের অধিকার চাইছে দক্ষিণ আফ্রিকা
কলকাতা টাইমসঃ
বিভিন্ন দেশ এবং কিছু ধর্ম পুরুষের বহু বিবাহকে বৈধতা দিয়েছে। একই ইস্যুতে খুব একটা জায়গা পায়নি মহিলারা। কেনো তারাও বহুবিবাহের অধিকার পাবে না? আপাতত এই প্রশ্নে উত্তাল দক্ষিণ আফ্রিকা। প্রশ্নটা জনগণের সামনে প্রস্তাব আকারে নিয়ে এসেছে আফ্রিকান এই দেশ। এই প্রসঙ্গে দেশের মানুষের মত নিয়ে আইন বলবৎ করতে চাইছে সাউথ আফ্রিকান গভর্মেন্ট।
প্রসঙ্গত, ইতিমধ্যেই এই দেশে সমকামী বিবাহ এবং পুরুষদের বহুবিবাহ বৈধতা পেয়েছে। দক্ষিণ আফ্রিকার উইমেন্স লিগ্যাল সেলের আইনজীবী শার্লিন মনে করেন মূলত মানবাধিকারের বিষয়টিকে গুরুত্ব দিয়েই এই আইন সংস্কারের কথা ভাবা হয়েছে। তিনি বলেন, ‘মহিলাদের অধিকার যাতে ক্ষুণ্ণ না হয় সেটাও দেখা উচিৎ।’ মুসলিম, হিন্দু, ইহুদি এবং রাস্ট্রাফেরিয়ান- প্রত্যেক জনগোষ্ঠীকেই এই বিবাহের আওতায় আনা হয়। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই প্রস্তাবকে স্বাগত জানালেও ধর্মীয় নেতারা এই প্রস্তাবের বিরুদ্ধে রুখে দাঁড়ান।