আগামী টেস্ট চাম্পিয়ানের জন্য নতুন গাইডলাইন
কলকাতা টাইমসঃ
আগামী টেস্ট চাম্পিয়ানের জন্য নতুন গাইডলাইন। প্রথম বারের অভিজ্ঞতা থেকে দ্বিতীয় চ্যাম্পিয়নশিপে কিছু পরিবর্তন আনতে চাইছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। প্রসঙ্গত আগামী ৪ আগষ্ট ভারত-ইংল্যান্ড সিরিজ দিয়ে শুরু হয়ে ২০২৩ সালের জুন মাস পর্যন্ত চলবে পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ।
আইসিসি জানাচ্ছে, এবার প্রত্যেকটি দেশকে মোট ৬টি সিরিজে অংশ নিতে হবে। তিনটি হোম এবং তিনটি অ্যাওয়ে। একই সঙ্গে এবার থেকে আর সিরিজ নয়, প্রত্যেকটি ম্যাচ অনুযায়ী পয়েন্ট মিলবে বলে জানানো হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, একটি টেস্ট জিতলে ১২ পয়েন্ট। ড্র করলে দুই দলই পাবে ৪ পয়েন্ট। টাই হলে দুই দল পাবে ৬ পয়েন্ট করে।