ভারতীয় ডেল্টা স্ট্রেন নিয়ে বিশ্বকে সতর্ক করলো ডব্লিউইচও
কলকাতা টাইমসঃ
ভারতীয় ডেল্টা স্ট্রেন নিয়ে বিশ্বকে সতর্ক করলো ডব্লিউইচও। অত্যন্ত দ্রুত সংক্রমণ ছড়ানোর কারণে বিষয়টি নিয়ে ভয়ংকর উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডব্লিউএইচওর মতে, এখন পর্যন্ত বিশ্বের প্রায় ৯৬টি দেশে ডেল্টা ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া গিয়েছে। স্বাস্থ্য সংস্থার মতে, ডেল্টা ভ্যারিয়েন্টের আধিপত্যই এই সংক্রমণ দ্রুত বিস্তারের জন্য দায়ী।
আর সেই কারণেই, ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ রুখতে বাধ্যতামূলক ভাবে মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বজায় রাখার ওপর জোর দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রস আধানম ঘেব্রিয়েসুস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, ডেল্টাই এখনও পর্যন্ত করোনাভাইরাসের সবচেয়ে সংক্রামক ভ্যারিয়েন্ট। তাদের দাবি, আগামী কয়েক মাসে করোনার অন্যান্য ভ্যারিয়েন্টকেও ছাড়িয়ে যাবে ডেল্টা।