টোকিও অলিম্পিক সামাল দিতে জাপানে জরুরি অবস্থা জারি
কলকাতা টাইমসঃ
টোকিও অলিম্পিককে করোনামুক্ত রাখতে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করলো জাপান। ক্রমশ করোনার প্রকোপ আবারো জাকিয়ে বসছে জাপানে। এই অবস্থায় মাত্র দুই সপ্তাহ পরই শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত টোকিও অলিম্পিক। এই অবস্থায় নির্বিঘ্নে এই প্রতিযোগিতার আয়োজন করতে বদ্ধপরিকর জাপান।
সেই কারণেই আজ জরুরি অবস্থার কথা ঘোষণা করলেন জাপানের প্রধানমন্ত্রী ইওশিহিদে সুগা। আগামী সোমবার অর্থাৎ ১২ জুলাই থেকে ২৩ আগস্ট পর্যন্ত থাকবে জরুরি অবস্থার মেয়াদকাল। জাপানের প্রধানমন্ত্রী জানান, আগামী দিনে করোনার সংক্রমণ রোধ করতেই এই পথে হাটতে বাধ্য হয়েছেন তিনি।
এই সময় জরুরি অবস্থা ঘোষণার অর্থ, গোটা অলিম্পিক জুড়েই একাধিক বিধিনিষেধ জারি থাকবে। কয়েকদিন আগেও স্টেডিয়ামে নির্দিষ্ট সংখ্যক জাপানি দর্শকের প্রবেশের অনুমতি দেওয়া হলেও, মনে করা হচ্ছে এই পরিস্থিতিতে এবার সেই নির্দেশও বাতিল করা হবে। আগামী শুক্রবার এই নিয়ে বৈঠকে বসার কথা রয়েছে অলিম্পিক কমিটি এবং জাপান প্রশাসনের।