November 26, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

আশ্চর্য হবেন, এই দেশগুলি আজও স্বাধীন হতে চায়না!

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
স্বাধীনতা চাই এই স্লোগান তুলে একসময় যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছিল ফ্রান্সের অধীন থাকা ফ্রেঞ্চ প্যাসিফিক টেরিটরি৷ ফ্রান্স থেকে বেরিয়ে গিয়ে নিজেদের আলাদা অস্তিত্ব জানান দিতে হয়েছে বিপ্লব৷ সেই সমস্যা সমাধান করতে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়৷ সাধারণ মানুষ কী চান তার উপর জোর দিয়েই নির্বাচন করা হয়৷

নিউ ক্যালিডোনিয়ায় নিকেলের আমানতে ভরপুর৷ যে নিকেল দিয়ে ইলেকট্রনিক্স উৎপাদন করা হয়৷ ফ্রান্সের কাছে এটি রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পদ৷

পূর্ব অস্ট্রেলিয়ার এই প্রায় ১৭৫ হাজার মানুষ ভোটে অংশ নিতে পারেন যা মূল জনসংখ্যার ৩৯.১শতাংশ৷ এছাড়াও বাকি তিন শতাংশ মানুষও অর্থাৎ ২৬৮ হাজার মানুষও ফ্রান্স থেকে বিচ্ছিন্ন হতে চান না৷ এই আইল্যান্ড ফ্রান্স সরকার থেকে প্রতি বছর প্রায় ১৩০০ মিলিয়ন ইউরো (£1.1bn; $1.5bn) লাভ করে৷

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন এই নির্বাচনের ফলাফল স্থানীয় সময় ১১টায় (12:00 GMT) টেলিভিশনে জানাবেন৷ প্রেসিডেন্ট রাজধানী নউমিয়া পরিদর্শনে এসে জানিয়েছিলেন “নিউ ক্যালিডোনিয়া ছাড়া ফ্রান্স সৌন্দর্যহীন৷”

Related Posts

Leave a Reply