অবশেষে পরমাণু পরীক্ষা কেন্দ্র ধ্বংস করে দিলো কিমের উত্তর কোরিয়া
নিউজ ডেস্কঃ
উত্তর কোরিয়া নিজেদের পূর্বাঞ্চলীয় পার্বত্য এলাকায় অবস্থিত ‘পুঙ্গেরি’ পরমাণু পরীক্ষা কেন্দ্র ধ্বংস করে দিলো। বৃহস্পতিবার দেশ বিদেশের এক ঝাঁক সাংবাদিকদের সাক্ষী রেখে এই কাজ সম্পন্য করে কিমের দেশ। উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা কেন্দ্রের ধ্বংস চাক্ষুষ করার জন্য চীন, রাশিয়া, আমেরিকা ও ব্রিটেনের বেশ কয়েকজন সাংবাদিক ওই এলাকায় যান
জানা যায়, দক্ষিণ কোরিয়ার সাংবাদিকরাও এ ঘটনার সংবাদ সংগ্রহের জন্য উত্তর কোরিয়ায় যাওয়ার অনুমতি পেয়েছেন। চলতি মাসের গোড়ার দিকে পিয়ংইয়ং পারমাণবিক পরীক্ষা কেন্দ্র পুঙ্গেরি কমপ্লেক্সটি সম্পূর্ণ ধ্বংস করার ঘোষণা করেছিল। এর আগে উত্তর কোরিয়া জানিয়েছিল, আবহাওয়ার ওপর নির্ভর করে বুধবার থেকে শুক্রবারের মধ্যে কোনো একদিন পরীক্ষা কেন্দ্রটি ধ্বংস করা হবে।