ইউরো চ্যাম্পিয়ান ইতালির পকেটে ৩০০ কোটি
কলকাতা টাইমসঃ
ইউরো চ্যাম্পিয়ান হয়ে ৩০০ কোটি টাকা পকেটস্থ করলো ইতালি। অন্যদিকে রানার্স আপ হওয়ায় ইংল্যান্ডের জাতীয় ফুটবল দলের ভাঁড়ারে ঢুকলো প্রায় ২৬৮ কোটি টাকা। ভারতীয় সময় রবিবার গভীর রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে ২-৩ গোলে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ান হয় ইতালি। এই নিয়ে দ্বিতীয়বার তারা ইউরোর সেরার স্বীকৃতি পেলো।
তৃতীয় স্থান দখল করায় স্পেনের কপালে জুটেছে ২২.৫ মিলিয়ন ইউরো বা ভারতীয় মুদ্রায় প্রায় ২০০ কোটি টাকা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করা প্রতিটি দলকে দেওয়া হয়েছে প্রায় ৮২ লক্ষ টাকার অর্থমূল্য। এছাড়াও যারা গ্রূপ পর্ব পেরিয়ে পরবর্তী রাউন্ডগুলোর জন্য নিজেদের স্থান পাকা করেছিলেন, তাদের জন্যও ছিলো বেশ ভালো অংকের অর্থমূল্য। যেমন ডেনমার্ক পেয়েছে প্রায় ১ কোটি ৮৬ লক্ষ টাকা। বেলজিয়াম ১ কোটি ৬৮ লক্ষ, সুইৎজারল্যান্ড এবং চেক রিপাবলিক জিতে নিয়েছে প্রায় দেড় ১ কোটি টাকা করে।