ফের করোনা আক্রান্ত দেশের প্রথম করোনা রোগী
কলকাতা টাইমসঃ
কেরলের ত্রিচূরের সেই তরুণীর কথা মনে আছে। তিনিই ছিলেন ভারতবর্ষের প্রথম করোনা আক্রান্ত রোগী। চীনের মেডিকেল কলেজের এই ছাত্রী গত বছর জানুয়ারি মাসে দেশে ফিরে আসার পরই করোনায় আক্রান্ত হন। পিপিই কিট পরে তাকে হাসপাতালে কাটাতে হয়েছিল ২৪ দিন। পরবর্তীকালে ওই রাজ্যে অবস্থিত তার দুই সহপাঠীর শরীরেও ধরা পড়েছিল করোনা সংক্রমণ। প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনার অস্তিত্ব ঠাহর করা যায়।
ভারতের প্রথম করোনা আক্রান্ত এই রোগী প্রায় দেড় বছর পর আবারও কোভিড পজেটিভ। আপাতত নিজের বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। সম্প্রতি দিল্লি যাওয়ার জন্য তাকে করোনা পরীক্ষা করাতে হয়। তখনই ধরা পড়ে তিনি কোভিড পজিটিভ। জানা যাচ্ছে, কিছুদিন আগে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন ওই তরুণী।