২০ কোটি ক্যামেরায় দেশের জনগণকে বন্দি করলো চীন !
কলকাতা টাইমসঃ
করোনা প্রতিরোধে অভিনব পন্থা নিলো চীন। ‘ফেস রিকগনিশন’ নামে এক অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে দেশের জনগণকে এখন প্রায় বন্দি করে ফেলেছে এই দেশ। শুধু তাই নয়, এর ফলে ব্যাপক সাফল্যও পাচ্ছে তারা। এই প্রযুক্তির মাধ্যমে, একজন নাগরিক কখন কোথায় যাচ্ছেন এবং কার কার সংস্পর্শে আসছেন সবই জানতে পারা যাচ্ছে।
জানা যাচ্ছে, গত কয়েক বছর ধরে দেশের বিভিন্ন জনবহুল স্থানগুলোতে প্রায় ২০ কোটি সিসিটিভি লাগিয়েছে চীন প্রশাসন। এর মাধ্যমেই দেশের সিংহভাগ জনগণকে নজরদারিতে রাখতে সক্ষম হয়েছে তারা। এই ফেস রিকগনিশনের পাশাপাশি কিউআর কোড প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে বলে জানা যাচ্ছে। এর ফলে নির্দিষ্ট ব্যক্তির করোনা টেস্টের রিপোর্ট এবং তিনি কার কার সংস্পর্শে এসেছেন, সেটাও জানা যাচ্ছে। এমনকি জানা যাচ্ছে তার বর্তমান স্বাস্থ্যের অবস্থাও।