আমেরিকাকে শর্ত দিলো ইরান ! না মানলে আবারও শুরু হবে পরমাণু কর্মসূচি
নিউজ ডেস্কঃ
ইরানের সঙ্গে করা পারমাণবিক চুক্তি অক্ষুণ্ন রাখতে ইউরোপীয় দেশগুলোকে ৭টি শর্ত বেঁধে দিলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। শর্ত না মানলে ইরান আবারও পারমাণবিক কর্মসূচি শুরু করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
তিনি মনে করেন, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ইরানের কোনো সঙ্ঘাতের সম্পর্ক নেই তবে এই সব দেশের প্রতি তেহরানের অবিশ্বাস আছে। ইউরোপীয় ব্যাংকগুলোকে ইরানের সঙ্গে নিরাপদ বাণিজ্য করতে হবে। খামেনি বলেন, ‘আমরা আমেরিকা, ফ্রান্স, এবং জার্মানি, এই তিন দেশের সঙ্গে যুদ্ধ শুরু করতে চাই না, কিন্তু আমরা তাদের বিশ্বাসও করি না।’
সর্বোচ্চ নেতা তার শর্তের কথা উল্লেখ করতে গিয়ে বলেন, তেল বিক্রির ওপর মার্কিন নিষেধাজ্ঞা অবিলম্বে উঠিয়ে নিতে হবে। ইউরোপীয় দেশগুলোকে অবশ্যই তেল কেনা অব্যাহত রাখতে হবে। দেশগুলোকে অঙ্গীকার করতে হবে যে তারা ইরানের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যজনিত কমৃসূচি নিয়ে নতুন করে আলোচনায় যাবে না। খামেনি আরও বলেন, ইউরোপীয় দেশগুলো এই সব শর্ত না মানলে ইরান আবারো তাদের পরমাণু কর্মসূচি শুরু করতে বাধ্য হবে।