এঁড়ে বাছুরের জন্ম রুখবে অসম !
কলকাতা টাইমসঃ
পুরুষ গরুর জন্ম নিয়ন্ত্রণের পথে অসম। কিছুদিন ধরেই গো-সংরক্ষণ বিল নিয়ে উত্তাল অসম বিধানসভা। এরই মধ্যে সেরাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানিয়ে দেন, কোনো গো-মাতার গর্ভে যাতে পুরুষ সন্তান (এঁড়ে বাছুর) না জন্মায় তার জন্য সচেষ্ট হবে তার সরকার। এর জন্য আলাদা করে বাজেট বরাদ্দ করা হবে।
কারণ হিসেবে তার বক্তব্য, ষাঁড় বা বলদের যেহেতু দুধ দেওয়ার ক্ষমতা নেই তাই তাদের কসাইখানায় পাঠানো হয়। তাই গো হত্যা রুখতে পুরুষ বাছুরের জন্মনিয়ন্ত্রণ করা প্রয়োজন। পশু চিকিৎসকদের মতে, এমনটা করা সম্ভব।