উত্তর-পূর্ব ভারতে শেকল ছিড়ছে করোনা !
কলকাতা টাইমসঃ
তবে কি করোনার তৃতীয় ঢেউ ইতিমধ্যেই আছড়ে পড়েছে উত্তর-পূর্ব ভারতে? কারণ, সেখানে হাজার চেষ্টা করেও বাগে আনা যাচ্ছেনা সংক্রমণ। বিশেষ করে মেঘালয়, মনিপুর এবং অরুণাচলের করোনা চিত্র ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। গত ২৪ ঘন্টায় মেঘালয়ে ৪১১ জন, অরুণাচলে ৪৬৫ জন এবং মনিপুরে দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল ১১০৪ জন। টিকাকরণ এবং কভিড বিধির ওপর করা নজর রেখেও সংক্রমণে রাশ টানা যাচ্ছে না এই রাজ্যে।
যার ফলে আগামীকাল থেকে ১০ দিনের জন্য সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে মনিপুর প্রশাসন। কেবলমাত্র অরুণাচলের রাজধানী ইতানগরের পজিটিভিটির রেট প্রায় ১৬ শতাংশ। সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি ডেল্টা ভেরিয়েন্টেরও বিপুল সংখ্যাধিক্য দেখতে পাওয়া যাচ্ছে এই সমস্ত রাজ্যগুলোয়।