উইনস্টন চার্চিলের পছন্দের আস্তানায় আপাতত দিনযাপন করছেন লিওনেল মেসি
কলকাতা টাইমসঃ
ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, হলিউডের জগৎবিখ্যাত প্রযোজক ওয়াল্ট ডিজনি থেকে অভিনেতা রবার্ট ডি নিরো’র মতোন ব্যক্তিরা একসময় দিনের পর দিন কাটিয়ে গিয়েছেন প্যারিসের ‘রয়্যাল মনচিআও হোটেলে’। তথাকথিত এই জগৎখ্যাত বিলাসবহুল হোটেলটিই আপাতত সদ্য পিএসজিতে যোগ দেওয়া আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির ঠিকানা।
একদিনের জন্য এই হোটেলের ভাড়া ১৭ হাজার পাউন্ড বা প্রায় ১৮ লক্ষ টাকা। ১৯২৮ সালে তৈরী হওয়া এই হোটেল প্যারিসের বিখ্যাত শিল্পী থেকে সেলিব্রিটি মায় বুদ্ধিজীবীদের তাৎক্ষণিক আস্তানা হিসেবে জায়গা করে নিয়েছে। পিএসজির নিজস্য ময়দান ‘পার্ক দে প্রিন্সেস’ থেকে হোটেলটির দূরত্ব মাত্র ১৫ মিনিটের। একসময় এই হোটেলেই ছিলেন বিখ্যাত সব রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে হলিউডের বিখ্যাত সব তারকারা। এর আগে ২০১৭ সালে নেইমার যখন পিএসজিতে যোগ দেন তখন তিনিও এই হোটেলেই থেকেছেন।