নাম মুছে ফেলুন, জার্সি পুড়িয়ে হারিয়ে যান, বাঁচতে আফগান মহিলা খেলোয়াড়দের উপদেশ প্রাক্তন অধিনায়কের
সাবেক আফগান নারী ফুটবল অধিনায়ক খালিদা পোপাল সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এর আগে তালেবান সদস্যরা নারীদের হত্যা করেছে, ধর্ষণ করেছে, পাথর মেরে হত্যা করেছে। সে কারণে ভবিষ্যতের চিন্তায় নারী ফুটবলাররা আতঙ্কে আছেন।
তিনি আরো বলেন, তিনি সব সময় তার কণ্ঠস্বর ব্যবহার করতেন তরুণীদের উৎসাহিত করতে, দৃঢ় হতে, সাহসী হতে, দৃশ্যমান হতে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তার বার্তা ভিন্ন।
তিনি আরো বলেন, আজ আমি তাদের বলছি, আপনাদের নাম সরিয়ে নিন, পরিচয় মুছে ফেলুন; আপনাদের নিরাপত্তার জন্য ছবি সরিয়ে নিন। এমনকি আমি তাদের বলছি যে আপনাদের জার্সি পুড়িয়ে ফেলুন, অথবা আপনারা নিজেদের জাতীয় দলের জার্সি পরিত্যাগ করুন।